পদার্থের অবস্থা ও পরিবর্তন এর গুরুত্বপূর্ণ প্রশ্ন

Imrul Hassan Khan
0

OASIS EDUCARE ACADEMY
Director: Md. Imrul Hasan Prince
Hospital Road, Singair,Manikganj
Contact No: 01712807642
১ম অধ্যায়ঃ পদার্থের অবস্থা ও পরিবর্তন
জ্ঞানমূলক প্রশ্নঃ
১। যে তাপমাত্রায় কোন তরল পদার্থ গলতে/ফুটতে শুরু করে তাকে কি বলে?
২। উত্তাপে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলে?
৩। আন্তঃআনবিক শক্তি কি?
৪। সমসত্ত্ব মিশ্রন ও অসমসত্ত্ব মিশ্রন কাকে বলে?
৫। মৌলিক ও যৌগিক পদার্থের সংজ্ঞা দাও।
৬। মরিচার রাসায়নিক সংকেত লিখ।
অনুধাবনমূলক প্রশ্নঃ
১। পানি ও চিনির মিশ্রন সমসত্ত্ব কেন?
২। বালি ও চিনির মিশ্রন অসমসত্ত্ব কেন?
৩। লোহায় মরিচা পড়া রাসায়নিক পরিবর্তন- ব্যাখ্যা কর।
৪। বরফ গলন একটি ভৌত পরিবর্তন- ব্যাখ্যা কর।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতা
১। পদার্থের পরিবর্তনের প্রকারভেদ উদাহারনসহ ব্যাখ্যা কর।
২। পদার্থের গলনাংক ও স্ফুটনাংক উদাহারনসহ ব্যাখ্যা কর।
৩। চাপ প্রয়োগে পদার্থের কিরূপ পরিবর্তন ঘটে- ব্যাখ্যা কর।(প্রয়োগ)
৪। একই পদার্থের ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থা প্রদর্শনর করার কারণ বিশ্লেষন কর।
৫। মিশ্রন থেকে পদার্থ পৃথকীকরণের উপায় বিশ্লেষন কর।
৬। পানি ও চিনির মিশ্রন থেকে উপাদানসমূহ পৃথক করার পদ্ধতি আলোচনা কর।
৭। স্ফুটনাংক হচ্ছে পদার্থের বিশুদ্ধতার একটি মাণদন্ড উক্তিটি ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্নঃ
১। নিচের চিত্র লক্ষ কর ও প্রশ্নগুলির উত্তর দাওঃ





ক) আন্তঃআনবিক শক্তি কি?
খ) চিত্রে কি ধরনের পরিবর্তন সাধিত হয়েছে এবং কেন?
গ) কিছু কিছু যৌগ উপরের চিত্রের মত বিভিন্ন অবস্থা দেখায় কেন? ব্যাখ্যা কর।
ঘ) উপরিউক্ত পরিবর্তন ও লোহার মরিচা পড়ার পরিবর্তন কি একই ধরনের পরিবর্তন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
২। নিচের চিত্র লক্ষ কর ও প্রশ্নগুলির উত্তর দাওঃ




ক) পানির স্ফুটনাংক কত?
খ) তরল পদার্থের ক্ষেত্রে বাষ্পীয়ভবন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
গ) চাপ প্রয়োগে চিত্রের অবস্থাগুলির পরিবর্তন দেখাও।
ঘ) উত্তাপে বিভিন্ন পদার্থের অণুর গতিশক্তি ও আন্তঃআনবিক শক্তির পরিবর্তন চিত্রের আলোকে ব্যাখ্যা কর।



Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top