নবম শ্রণী পদার্থ বিজ্ঞান(২য় অধ্যায়) “গাণিতিক সমস্যা”

Imrul Hassan Khan
0

OASIS EDUCARE ACADEMY
Contact: 01712807642, 01682342488
পদার্থ বিজ্ঞান(২য় অধ্যায়)
গাণিতিক সমস্যা

১। একটি গাড়ি 30ms-1 বেগে চলছিল । ব্রেক করায় 5 sec এ বেগ সুষমভাবে হ্রাস পেয়ে 10ms-1 হল। গাড়িটির অতিক্রান্ত  দূরত্ব কত?
২। একটি মোটর সাইকেল স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 20sec  সময়ে 30ms-1 বেগ প্রাপ্ত হল। অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
৩। 16ms-1 বেগে চলন্ত একটি গাড়ির চালক 52.2m  দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেকে চাপ দিলেন। এতে গাড়িটি পথচারীর 1m সামনে এসে থেমে গেল। গাড়িটির মন্দন কত?
৪। 72 kmh-1 বেগে চলন্ত একটি গাড়িতে 6 sec যাবত 1.5ms-2 ত্বরণ প্রয়োগ  করা হল । গাড়িটির শেষবেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে?
৫। খাড়া উপরের দিকে একটি রকেট নিক্ষেপ করা হল এর জ্বালানী উপরের দিকে  40 ms-2 ত্বরণ সৃষ্টি করে জ্বালানী শেষনা হওয়া পর্যন্ত এই ত্বরণের মাণ একই থাকে। রকেটটির যদি 8 kmh-1 বেগ অর্জন করতে হয় তবে কত সময়ের জন্য জ্বালানী ব্যাবহার প্রয়োজন হবে।
৬। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে যাত্রা শুরু করে একটি গাড়ি 4 মিনিটে প্রথম কিলোমিটার পথ অতিক্রম করে। এরপ্র গাড়িটি যদি সুষম ত্বরণে চলতে থাকে তাহলে দ্বিতীয় কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে?
৭। দুটি গাড়ি 4 ms-17 ms-1 বেগ নিয়ে প্রতিযোগিতা শুরু করে । এদের ত্বরণ যথাক্রমে 0.5 ms-20.4 ms-2যদি গাড়ি দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌছায় তবে তারা কত সময় ধরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল।
৮। স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 ms-2  সুষম ত্বরণে  চলার সময় 125m  দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে?
৯। একটি গাড়ির বেগ 5ms-1  থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 sec45 ms-1  হল। গাড়িটির ত্বরণ কত?
১০। একটি গাড়ির বেগ 20ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 10 sec4ms-1 হল। গাড়িটির মন্দন কত?
১১। সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10ms-2 সুষম ত্বরণে চলার সময় 80m দূরত্বে দাড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে।
১২। 50 m উঁচু দালানের ছাদ থেকে কোন বস্তুকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূ-পৃষ্ঠকে আঘাত করবে? (g=9.8ms-2)









Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top