OASIS EDUCARE
ACADEMY
Contact: 01712807642
Sub: Chemistry
মানঃ ১৮ সময়ঃ
১ঘন্টা
১। মোল ভগ্নাংশ কাকে বলে? উদাহারন দাও। ২
২। দেখাও যে, ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। ২
৩। ‘সকল অবস্থান্তর মৌল d-ব্লক মৌল কিন্তু সকল d-ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়’—ব্যাখ্যা কর। ২
৪। পর্যায় সারণির মূল ভিত্তি কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ২
৫। নিচের মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস হতে এদের পর্যায় সারণিতে অবস্থান নির্ণয়
কর। ২
(ক) Cu (খ) K (গ)
Fe (ঘ)
Si
৬। আয়নীকরণ বিভব ও ইলেকট্রন আসক্তি
কি? আয়নীকরণ বিভব ও ইলেকট্রন আসক্তির গ্রুপ ভিত্তিক ও পর্যায় ভিত্তিক সম্পর্ক লিখ। ৪
‘অথবা’
19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সাথে 9 ও 17
পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের গঠিত যৌগের সংকেত লিখ। উভয় যৌগের
দ্রবন ও সিল্ভার নাইট্রেট দ্রবনের বিক্রিয়া লিখ। কোনটিতে অধঃক্ষেপ পড়ে কোনটিতে পড়েনা-ব্যাখ্যা
কর।
৭। পর্যায় সারণিতে হাইড্রোজেন অবস্থান সম্পর্কে আলোচনা কর। ৪
‘অথবা’
পর্যায় সারণিতে নিস্ক্রিয় গ্যাসের অবস্থান সম্পর্কে আলোচনা কর।