OASIS EDUCARE
ACADEMY
Director: Imrul Hasan
(PRINCE)
Contact: 01712807642, 01682342488
Web: oasisedu.blogspot.com
Sub: Physics(4th
Chapter)
গাণিতিক সমস্যাঃ
১.70 kg ভরের এক
ব্যক্তি 200m উঁচু পর্বতে আহরণ করলে তিনি কত কাজ করেন?
২.70kg ভরের একজন
দৌড়বিদের গতিশক্তি 1715J হলে তার বেগ কত?
৩.একটি বস্তুর ভর 6kg । একে ভূ-পৃষ্ঠ থেকে 20m উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে?
৪. 70kg ভরের এক ব্যক্তি প্রতিটি 25cm উঁচু 30টি সিড়ি 15 sec এ উঠতে পারে ।
তার ক্ষমতা কত?
৫. একটি দেয়াশলাই এর কাঠি
দেয়াশলাই বাক্সে 5N বলে ঘষা হল। কাঠিটিকে 0.5 sec সময়ে 5 cm টানা হল।
কাঠি ঘষলে কত শক্তি ব্যয় হল এবং কত শক্তি লাগল?
৬. 800m উচুতে অবস্থিত রিজার্ভারে 2×108 লিটার পানি আছে । যদি 1 লিটার পানির ভর 1kg হয় তবে পানিতে কত বিভব শক্তি সঞ্চিত আছে?
৭. 40kg ভরের এক
ব্যক্তি প্রতিটি 20cm উঁচু 20 টি সিড়ি 12 sec এ উঠতে পারে
। তার কৃতকাজ ও ক্ষমতা কত?
৮. 500N বল
প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 50m হলে কৃতকাজের পরিমাণ নির্ণয় কর।
৯. নিচের রিজার্ভার থেকে 30m উঁচু দালানের ছাদে অবস্থিত ট্যাংকে পানি তোলার জন্য 2 KW এর একটি পাম্প
ব্যবহার করা হচ্ছে । পাম্পটি 2 মিনিট চালালে কত পানি তোলা যাবে?
১০। 1kg ভরের বস্তুকে
20m উপর থেকে ছেড়ে দিলে মাটি স্পর্শ
করার পূর্ব মুহূর্তে এর গতি শক্তি নির্ণয় কর। (g=9.8ms-1)