OASIS EDUCARE ACADEMY
Contact No: 01712807642
বিষয়ঃ বিজ্ঞান
১। প্রাণীর
বিভিন্নতা কিসের উপর নির্ভর করে ?
ক)
তাপমাত্রা খ) আবহাওয়া
গ) জলবায়ু ঘ) পরিবেশের বৈচিত্র্য
২। কোনটি
প্রাণিজগতকে চলার পথ সহজ করে দিয়েছে?
ক) দলকরণ খ) শ্রেণিবিন্যাস
গ) বিভাজন ঘ) বাহ্যিক গঠন
৩।অ্যামিবা
কোন ধরনের প্রাণী?
ক) এককোষী খ) আণুবীক্ষণিক
গ) স্থলজ ঘ) মরুজ
৪। শ্রেণিবিন্যাসের
জনক কে?
ক)
অ্যারিস্টটল খ) জন রে
গ) মেন্ডেল ঘ) লিনিয়াস
৫। এ
পর্যন্ত আবিষ্কৃত প্রাণীর সংখ্যা কত?
ক) দশ লক্ষ খ) বার লক্ষ
গ) পনের
লক্ষ ঘ) বিশ লক্ষ
৬। অ্যানিমেলিয়া
জগতকে কয়টি পর্বে ভাগ করা হয়?
ক) ৩টি খ)
৫টি
গ) ৭টি ঘ)
১০টি
৭। কোন
প্রাণী দলবদ্ধ হয়ে বাস করে?
ক) স্পঞ্জিলা খ) শামুক
গ) তারামাছ ঘ) কুনোব্যাঙ
৮। বৈজ্ঞানিক
নাম কন ভাষায় লিখতে হয় ?
ক) ল্যাটিন খ) ফারসি
গ) ইংরেজি ঘ) স্প্যানিশ
৯। কোন
পর্বের প্রাণীরা সরলতম বহুকোষী?
ক) প্রটোজোয়া
খ) পরিফেরা
গ) প্লাটিহেলমিনথিস
ঘ) নেমাটডা
১০। নিডব্লাস্টের
কাজ কি?
ক) শিকার
ধরা
খ) আত্মরক্ষা
গ) চলন
ঘ) উপরের
সবগুলো
১১। হাইড্রার
দেহ গহ্বরকে কি বলে ?
ক)
সিলেন্টরন খ) এক্টোডার্ম
গ)
এন্ডোডার্ম ঘ) নিডোব্লাস্ট
১২। কোনটির
রেচন অঙ্গ শিখা কোষ?
ক) জেলিফিশ
খ)ব্যাঙ
গ) ফিতাকৃমি
ঘ) সুতাকৃমি
১৩। ফাইলেরিয়া
কৃমি কোন রোগের জন্য দায়ী?
ক)
রক্তশূন্যতা খ) গোদরোগ
গ) গলগণ্ড ঘ) আমাশয়
১৪। মানুষ
কোন উপপর্বের প্রাণী?
ক) ইউরোকর্ডাটা
খ) ভারটেব্রাটা
গ) সেপলোকর্ডাটা ঘ)
কোনটিই নয়
১৫। কুণোব্যাঙ্গের
বৈজ্ঞানিক নাম কি?
ক) Bufo melanostictus
খ) Artocarous hetarophylus
গ) Homo sapiens
ঘ) Rana tigrine