অষ্টম শ্রেণির বিজ্ঞান নৈর্ব্যত্তিক

Imrul Hassan Khan
0

OASIS EDUCARE ACADMY
Contact No.-01712807642
বিষয়ঃ বিজ্ঞান

মানঃ ১৫                                                                                                   সময়ঃ ১৫মি.

১। কোনটি পানির সাথে তীব্র ভাবে বিক্রিয়া করে?
ক) Na             খ) Cu                 গ) Zn     ঘ) Al
২। মহাকাশের দিকে তাকালে আমরা যে সমস্ত বস্তু দেখতে পাই তাদের কি বলে?
ক) পদার্থ    খ) নক্ষত্র       গ) গ্রহ     ঘ) উপগ্রহ 
৩।পৃথিবী থেকে বায়ুমণ্ডলের শেষ উচ্চতার দূরত্ব কত?
ক) ১৪০ কিমি          খ) ১৫০ কিমি
গ) ১৪৫ কিমি          ঘ) ১৬০ কিমি
৪। চুনে পানি যোগ করলে কোনটি পাওয়া যাবে?
ক) CaO            খ) CaO+H2O         
গ) Ca(OH)2          ঘ)Ca2O
৫।মহাকাশ যাত্রার সূচনাকারী দেশ কোনটি?
ক) আমেরিকা              খ) রাশিয়া
গ) যুক্তরাষ্ট্র       ঘ) সোভিয়েত ইউনিয়ন
৬। সাবান তৈরির মূল উপাদান হল
ক) NaOH          খ) K2O    
গ) MgCl2           ঘ) CaSO4
৭। ভ্রমণসঙ্গী এর পারিভাষিক শব্দ কোনটি?
ক) স্পুটনিক                             খ) ভেনাস       
গ) ল্যান্ডসেট                   ঘ) ভস্টক
৮। ক্ষারক ও এসিডের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়?
ক) লবণ ও ক্ষার        খ) লবণ ও পানি 
গ) ক্ষার ও ক্ষারক        ঘ) এসিড ও পানি
৯। বর্তমানে ব্যবহৃত উপগ্রহের সংখ্যা কত?
ক) কয়েকশ              খ) কয়েক হাজার
গ) কয়েকটি                    ঘ) কয়েক লাখ
১০।পৃথিবী পর্যবেক্ষণকারী নিচের কোন কাজে ব্যবহৃত হয়?
ক) সমুদ্রে জাহাজের অবস্থান জানতে
খ) বায়ু দুষন নির্ণয়ে
গ) প্রতিপক্ষ যোদ্ধাদের খবর জানতে
ঘ) রেল স্টেশনের অবস্থান জানতে
১১। লিটমাস কাগজের উৎস কি?
ক) সালফার যৌগ       খ) লিচেন গাছ
গ) নাইট্রিক এসিড       ঘ) ক্ষার  
১২। মিল্ক অফ লাইম কি কাজে ব্যবহৃত হয়?
ক) দেয়াল রং করতে     
খ) পোকামাকড় দমনে         
গ) পাকস্থলীর এসিডিটি নিয়ন্ত্রনে       
ঘ) দুধ সংরক্ষণে
১৩। যোগাযোগ উপগ্রহ ব্যবহারের জন্য কয়টি ডিশ এরিয়েলের প্রয়োজন হয়?
ক) ২টি         খ)৩টি     গ) ৮টি     ঘ) ৭টি
১৪। প্রথম মহাকাশচারী ব্যক্তি কে?
ক) ইউরি গ্যাগারিন       খ) নীল আর্মস্ট্রং   
 গ) ভেলেন্তিনা তেলেসকোভা  ঘ) কোনটিই  নয়
১৫। সূর্য থেকে পৃথিবিতে আলো আসতে কত সময় লাগে?
ক) ৮ মিনিট
খ) ৮ মিনিট ২০সেকেন্ড
গ) ৭ মিনিট ২০সেকেন্ড
ঘ) ৭ মিনিট
১৬। এন্টাসিড ঔষধে উপস্থিত থাকে _
i.                    NaOH
ii.                  Mg(OH)2
iii.                Al(OH)3
ক) i ii        খ) ii iii  
গ) i iii        ঘ) কোনটিই নয়
১৭। কোন বিজ্ঞানী প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন?
ক) হাইগেন  খ) লুথার    গ)গিলবার্ড    ঘ) স্নেল
১৮। আলোক রশ্নি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে?
ক) অভিলম্বের দিকে সরে যায়
খ) অভিলম্বের থেকে দূরে সরে যায়
ঘ)আলোর প্রতিফলন ঘটে
ঘ)আলোর গতি বৃদ্ধি পায়
১৯। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আপতন কোণের মান কত?
 ক) 90o             খ) 60o
গ) সংকট কোণের চেয়ে বড়  ঘ) ক্রান্তি কোণ অপেক্ষা ছোট
২০। টেলিকমিউনিকশনে ব্যবহৃত অপটিক্যাল ফাইবার কয়টি সিগন্যাল বহন করে ?
ক) ২টি         খ)৩টি     গ) ৮টি    
ঘ) একই সাথে অনেকগুলো
২১।মরীচিকায় কোন ঘটনা ঘটে?
ক) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
খ) আলোর প্রতিসরণ
গ) আলোর বিচ্ছুরন 
ঘ) আলোর পোলারায়ন
২২। শ্বেতমণ্ডলের সামনের অংশকে কি বলে?
ক) কর্নিয়া            খ) আইরিস
গ) তারারন্ধ্র          ঘ) রেটিনা
২৩।ভিট্টিয়াস হিউমারের অবস্থান কথায়?
ক) লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থানে 
খ) লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে 
গ) কর্নিয়ার পেছনে      
ঘ) আইরিসের সামনে
২৪। হাইপো এর রাসায়নিক নাম কি?
ক) সোডিয়াম কার্বনেট    
খ) সোডিয়াম থায়ো সালফেট
গ) পটাশিয়াম বাই কার্বনেট     
ঘ) পটাশিয়াম সালফেট   
২৫। আলোক রশ্নির ক্ষেত্রে নিচের তথ্যগুলি লক্ষ্য করঃ
i.                    সরল পথে চলে
ii.                  সেই পথে চলে যে পথে সময় কম লাগে
iii.                আলোর প্রতিসরণ ঘটে
ক) i ii        খ) i , ii iii 
গ) i iii        ঘ) কোনটিই নয়
২৬। মহাবিশ্বের উৎপত্তি অ বিকাশ সংক্রান্ত তথ্য হলঃ 
i.                    বিগব্যাং তত্ত্ব
ii.                  মহাবিস্ফোরন তত্ত্ব
iii.                কোয়ান্টাম তত্ত্ব
ক) i ii        খ) i
গ)  ii          ঘ) i iii   
২৭। জীবকে জীবণীশক্তি প্রদান করে __
ক) তাপ        খ) আলো   গ) খাদ্য
ঘ) পানি
২৮। সেদ্ধ চালে শর্করার পরিমাণ কত?
ক) ৬০%        খ) ৫০%        গ) ৬%
ঘ) ৭৯%
২৯ বর্তমানে পৃথিবীতে কত জাতের প্রাণী বাস করছে?
ক) হাজার হাজার        খ) লাখ লাখ
গ) কোটি কোটি         ঘ) ২০ লাখ
৩০। মনোস্যাকারাইড কয় অনু বিশিষ্ট শর্করা?
 ক) এক        খ) দুই     গ) বহু     ঘ) তিন
 ৩১। প্রোটিনের মৌলিক উপাদান কি?
ক) পটাসিয়াম      খ) সোডিয়াম
গ) নাইট্রোজেন         ঘ) সালফার
৩২। ১ কিলোক্যালরি = কত ক্যালরি?
ক) ১০০        খ) ১০০০       গ) ১০
ঘ) ১০০০০
৩৩। ১ গ্রাম শর্করা থেকে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়?
ক) ৪ ক্যালরি     খ) ৫ ক্যালরি     গ) ৫ কিলোক্যালরি  ঘ) ৪ কিলোক্যালরি
৩৪। লসিকা নালির অবস্থান কোথায়?
ক) যকৃতে       খ) বৃহদান্তে       গ) পাকস্থলীতে     ঘ) ক্ষুদ্রান্তের ভিলাইয়ে
৩৫। কোনটি ভিতামিন ‘ডি’ যুক্ত খাবার?
ক) পেয়ারা       খ) ডিমের কুসুম    গ) মাংস        ঘ) মাছ
৩৬। আঁশযুক্ত খাবার থেকে কি পাওয়া যায়?
ক) শ্বেতসার      খ) গ্লাইকোজেন    গ) রাফেজ   ঘ) প্রোটিন
৩৭। সুষম খাদ্যে কি কি খাদ্য উপাদান উপস্থিত থাকে?
ক) ২টি         খ)৩টি     গ) ৬টি     ঘ) ৭টি
৩৮। ভিটামিন ‘সি’ এর অভাবে কোন রোগ হয়?
ক) স্কার্ভি        খ) রিকেটস      গ) গলগণ্ড       ঘ) চর্মরোগ
৩৯। গাজর, মিষ্টি কুমড়া ও পুইশাক খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়?
ক) রাতকানা  খ) বেরিবেরি  গ)জন্ডিস        ঘ) যক্ষা
৪০। টমেটোতে কোন এসিড থাকে?
ক) ট্যানিক এসিড       খ) অক্সালিক এসিড
গ)সাইট্রিক এসিড       ঘ) এসিটিক এসিড


Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top