নবম শ্রেণির রসায়ন নবম অধ্যায়ের অনুশীলনির সৃজনশীল প্রশ্নের উত্তর

Imrul Hassan Khan
0
OASIS EDUCARE ACADEMY
Hospital Road, Singair, Manikgonj
Web: oasisedu.blogspot.com

অনুশীলনীর সৃজনশীল
প্রশ্নোত্তর

বিষয়ঃ রসায়ন
নবম অধ্যায়

 নং সৃজনশীল প্রশ্নের উত্তর
নাইট্রোজেন  ডাই অক্সাইড (NO2) গ্যাসের বর্ণ বাদামী
) P স্কেল অনুযায়ী অম্লীয় দ্রবনসমূহের Pএর মান অপেক্ষা কম এবং ক্ষারীয় দ্রবণসমূহের PH মান 7 অপেক্ষা বেশি। চুনের(CaO) সাথে পানি মিশালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার উৎপন্ন হয়
CaO + H2S = Ca(OH)2
সুতরাং চুনের পানি ক্ষারীয়। ইহার PH মান 7 অপেক্ষা বেশি হবে.
উদ্দীপকে CaO  NH4Cl  এর সমন্বয়ে গ্যাসটি উৎপন্ন হয়েছে।বিক্রিয়াটি নিম্নরূপঃ
CaO(s) + NH4Cl(aq= CaCl2 (aq) + NH3(g) + H2O(l)
সুতরাং গ্যাসটি হল অ্যামোনিয়া (NH3) ইহা পানিতে সম্পূর্ণরুপে দ্রবনীয় একটি ক্ষার। অ্যামোনিয়ার জলীয় দ্রবনে অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে   NH4+   OHআয়ন বিদ্যমান। অ্যামোনিয়া (NH3) গ্যাসের জলীয় দ্রবন ক্ষারধর্মী হওয়ায় ইহা এসিডের সাথে বিক্রিয়ায় লবণ  পানি উৎপন্ন করে
NH4OH + HCl = NH4Cl + H2O
লঘু ক্ষারের সাথে ধাতব আয়নের বিক্রিয়ায় অধঃক্ষেপ উৎপন্ন হয়। অতিরিক্ত ক্ষার দ্রবণ যোগ করলে উক্ত অধঃক্ষেপ দ্রবীভূত হয়। গ্যাস তথা NH3 হল লঘু ক্ষার। আয়রন লবণের (FeCl3) জলীয় দ্রবনে গ্যাস তথা NH3 গ্যাস চালনা  করলে বিক্রিয়া সংঘটিত হয় এবং NH4Cl লবণ এর পাশাপাশি Fe(OH)3 এর লালচে বর্ণের অধঃক্ষেপ পড়ে। কারণ জলীয় দ্রবনের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস  NH4+   OHআয়ন তৈরি করে। নিম্নরূপ
FeCl+ NH+ H2O = NH4Cl + Fe(OH)3
                                           ‘ নং সৃজনশীল প্রশ্নের উত্তর
তেতুলে টারটারিক এসিড থাকে
উদ্দীপকে উল্লেখিত জলাশয়ে টেক্সটাইল মিল  ডায়িং শিল্প হতে রং  সালফিউরিক এসিড মিশ্রিত বর্জ্য ফেলা হচ্ছে। কোন জলাশয়ের P এর মান নির্ভর করে এতে দ্রবীভূত এসিড  ক্ষারীয় উপাদানের উপর। দ্রবীভূত এসিডের পরিমাণ বেশি হলে উক্ত জলাশয়ের পানি অম্লীয় হবে অর্থাৎ  Pএর মান অপেক্ষা কম হবে। উক্ত জলাশয়ে যেহেতু এসিড মিশ্রিত বর্জ্য ফেলা হচ্ছে তাই এর P এর মান অপেক্ষা কম
টেক্সটাইল মিল  ডায়িং শিল্প হতে বর্জ্য  রং জলাশয়ে ফেলা হচ্ছে তা মূলত সালফিউরিক এসিড মিশ্রিত। এই এসিডের মাধ্যমে সংশ্লিষ্ট জলাশয়ের পানি দূষণ একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে।  
টেক্সটাইল মিল  ডায়িং শিল্পের দূষণ নিয়ন্ত্রন প্লান্টের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরনের মাধ্যমে এসিড দূষণ নিয়ন্ত্রন করা সম্ভব।নিচে এসিড দূষণ নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ তুলে ধরা হলঃ
v  প্রতিটি টেক্সটাইল মিল  ডায়িং শিল্পের জন্য নিজস্ব বর্জ্য শোধনাগার তৈরি করতে হবে
v  প্রক্রিয়াকরন  পরিবেশ উপযোগী না করে শিল্প বর্জ্যসমূহ সরাসরি জলাশয়ে ফেলা বন্ধ করতে হবে
v  বর্জ্য পদার্থ ফেলার জন্য নির্দিষ্ট ডাম্পিং এরিয়া স্থাপন করতে হবে

 এসিড দূষণ সম্পর্কে সংঘটিত জনসচেতনতা  সংঘবদ্ধ জনমত গড়ে তুলতে হবে

টেক্সটাইল মিল  ডায়িং শিল্পের আশেপাশের বায়ুতে সালফার ডাই অক্সাইড বা নাইট্রিক অক্সাইড বিমুক্ত হয়। এই অক্সাইডসমূহ এসিড বৃষ্টির জন্য দায়ী। তাই টেক্সটাইল মিল  ডায়িং শিল্পের আশেপাশে এসিড বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। সালফার ডাই অক্সাইড বায়ুমন্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে সালফার ট্রাই অক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া সালফিউরিক এসিড উৎপন্ন করে। নাইট্রোজেন ডাই অক্সাইডও অনুরূপভাবে পানির সাথে বিক্রিয়ায় নাইট্রিক এসিড উৎপন্ন
2SO2 + O= SO3
  SOH2H2SO4
  NOH2OHNO3

এই এসিডসমূহ বৃষ্টির পানির সাথে এসিড বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয় 

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top