Oasis Educare Academy
বর্তমানে এস. এস. সি. পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষায় ভালো ফলাফলই নির্ধারণ করে পরবর্তীতে ভালো কলেজে ভর্তি তথা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ। সিংগাইর উপজেলার শিক্ষার্থীদের নতুন ধরনের শিক্ষা পদ্ধতির সাথে পরিচিত করার মাধ্যমে ভালো ফলাফল এনে দেওয়ার জন্য এখানে নিরলস চেষ্টা করছেন কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র এবং শিক্ষক। তারই এক ক্ষুদ্রতর প্রয়াসের ফসল 'ওয়েসিস এডুকেয়ার একাডেমী' এই বছরে একটি প্যাকেজ কোর্স আয়োজনের মাধ্যমে এক নতুন স্বাতন্ত্র্য আনার জন্য জোড়দার প্রচেষ্টা চালানো হচ্ছে। উক্ত কোর্সের সরঞ্জামাদী তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
প্যাকেজ কোর্স কি?
প্যাকেজ কোর্স বলতে এমন এক শিক্ষা ব্যবস্থার কথা বুঝানো হয় যেখানে প্রত্যেকটি বইকে কয়েকটি খন্ড করে প্রত্যেকটি খন্ডের উপর প্রথমে লেকচার,পরীক্ষা ও সলভ ক্লাশের পুনুরাবৃত্তির মাধ্যমে বইগুলো শেষ করা। পরবর্তীতে তিনটি পর্যায়ক্রমিক মডেল টেস্ট এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা ও মননের উন্নয়নের মাধ্যমে তাদের আত্নবিশ্বাসী করে তোলা।