পদার্থ বিজ্ঞান নৈর্ব্যত্তিক(এক হতে ছয় অধ্যায়)

Imrul Hassan Khan
0
OASIS EDUCARE ACADEMY
Contact: 01712807642
Sub: Physics
Marks: 40                                                                                                                                Times: 40 min.
০১. প্রাচীন ভারতীয়রা π (পাই) এর মাণ কত নির্ধারণ করেন?
ক) 3.1416           খ) 3.1561            গ) 3.1623           ঘ) 3.1821
০২. ‘House of Science’ কে নির্মাণ করেন?
ক) ইবনে ইউনিস       খ) আল হাকিম             গ) ইবনে মূসা         ঘ) আল মাসুদী
০৩. বৃহস্পতির উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে কোন বিজ্ঞানী আলোর বেগ মাপেন?
ক) কেপলার          খ) রোমার            গ) গিলবার্ট           ঘ) গ্যালিলিও
০৪. পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?
ক) আলবার্ট ম্যাগনাস     খ) গ্যালিলিও          গ) রজার বেকন        ঘ) কেপলার
০৫. ‘বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখন্ডিত করে’—ইহা কার মতবাদ?
ক) থেলিস           খ) পীসাগোরাস         গ) আর্কিমিডিস        ঘ) স্নেল
০৬. কতসালে দুনিয়াজোড়া SI একক চালু হয়?
ক) ১৯৬০            খ) ১৯২০            গ) ১৮৬০            ঘ) ১৮৫০
০৭. ধাতুর ভেজাল নির্ণয় কৌশল কে আবিষ্কার করেন?
 ক) নিউটন           খ) লেঙ্গার            গ) আর্কিমিডিস        ঘ) পাউলি
০৮.দীপন ক্ষমতার একক কোনটি?
ক) ক্যান্ডেলা          খ) স্টেরেডিয়ান         গ) লুমেন           ঘ) লাক্স
০৯.আর্ন্তজাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাণের এককের নাম কি?
ক) কিলোগ্রাম         খ) পাউন্ড            গ) মোল            ঘ) সংখ্যা
১০.মাইক্রো 10 বলতে কোন সূচককে বুঝায়?
ক) -3              খ) -6                                   গ) -9              ঘ) -12
১২. নিচের কোনটি লব্ধ একক?
ক) কেলভিন          খ) নিউটন           গ) ক্যান্ডেলা          ঘ) অ্যাম্পিয়ার
১৩.গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি?
ক)          খ)           গ)           ঘ) 
১৪. T-1 কোন রাশির মাত্রা?
ক) কম্পাংক          খ) দোলনকাল         গ) তাপমাত্রা          ঘ) বেগ
১৫. কোনটি লব্ধ রাশি?
ক) ভর             খ) দীপন ক্ষমতা        গ) তড়িৎ প্রবাহ        ঘ) ঘনত্ব
১৬. স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মাণ 1mm এবং ভার্ণিয়ার ঘর সংখ্যা 20 হলে ভার্ণিয়ার ধ্রুবক কত? 
ক) 0.01mm           খ) 0.05mm                              গ) 0.005mm         ঘ) 0.5mm
১৭. বস্তুর মৌলিক ধর্ম কোনটি?
ক) ভর             খ) ওজন            গ) বল         ঘ) বাধাদানকারী বল
১৮. নিচের কোনটি স্কেলার রাশি নয়?
ক) দূরত্ব            খ) দ্রুতি             গ) চম্বুকত্ব           ঘ) ভর
১৯.বলের মাত্রা কোনটি?
ক) [ML2T-1]         খ) [ML2T-2]         গ) [L3M-1T-2]        ঘ) [MLT-2]
২০. একটি গাড়ির বেগ 27ms-1 থেকে সূষমভাবে হ্রাস পেয়ে 8s  27ms-1 হল। গাড়িটির ত্বরণ কত?
ক) 2 ms-1            খ) -2 ms-1                              গ) 5 ms-1           ঘ) 0.2 ms-1
২১.দুটি ভেক্টর রাশির মাণ যদি 4cm ও 3cm হয় তবে এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে যোগফলের মাণ কত হবে?
ক) 1cm                খ) 2cm                            গ) 3cm            ঘ) 1cm  হতে 7cm পর্যন্ত যে কোন সংখ্যা
২২. সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে?
ক) বেগ             খ) দূরত্ব             গ) সরণ               ঘ) দ্রুতি
২৩. বেগ বনাম সময় লেখচিত্র হতে নিচের কোনটি নির্ণয় করা হয়?
ক) ত্বরণ             খ) মন্দন            গ) বেগ              ঘ) (ক+খ)
২৪. 15 kg ভরের কোন বস্তুর উপর 105N বল প্রয়োগ করলে ত্বরণ কত হবে?
ক) 5ms-2                                খ) 15 ms-2                              গ) 7 ms-2                                 ঘ) 1.5 ms-2
২৫. লিফটের কোন অবস্থার জন্য ব্যক্তি ওজনহীনতা অনুভব করেন?
ক) লিফট যখন g ত্বরনে নিচে নামে                                         খ) লিফট যখন ত্বরনে উপরে উঠে
গ) লিফট যখন সমবেগে নিচে নামে                                        ঘ) লিফট যখন সমবেগে উপরে উঠে
২৬. মহাকর্ষীয় ধ্রুবক ‘G’ এর মাণ কত?
ক) 6.673 Nm2kg-2                        খ) 6.673×1011 Nm2kg-2
গ) 6.673×10-11 Nm2kg-2                     ঘ) কোনটিই নয়
২৭. সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য চারগুণ বাড়ালে দোলনকাল কতগুণ বাড়বে?
দুই গুণ          খ) আট গুণ           গ) বার গুন       ঘ) অপরিবর্তিত থাকবে
২৮. একটি বস্তুর পৃথিবীতে ভর 60Kg হলে চাঁদে তার ওজন কত?
ক) 97.8 N                             খ) 60 N                               গ) 588 N                   ঘ) 0 N
২৯. ভেনাস গ্রহে অবতরণকারী প্রথম মহাশূন্য যানের নাম কি?
ক) মারস-2                   খ) ভেনেরা-3
গ) লুনা-2                     ঘ) সয়োজ-4
৩০. পৃথিবীপৃষ্ঠে একটি বস্তুর ওজন 98N হলে ভূকেন্দ্রে এর ওজন কত হবে?
ক) 10N       খ) 9.8N       গ) 0   ঘ) 16.3N
৩১.নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম অবতরণ করার কতক্ষণ পর অলড্রিন চাঁদে নামেন?
ক) আট মিনিট                 খ) দশ মিনিট
গ) বার মিনিট                  ঘ) পাঁচ মিনিট
৩২.100N বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 5m সরান হল কাজের পরিমাণ কত?
ক) 500 N                     খ) 20N
গ) 98000 N                   ঘ) ×10N
৩৩. মহাবিশ্বে শক্তির কতগুলো রূপ রয়েছে?
ক) আট        খ) নয়                 গ) বার   ঘ) অসংখ্য
৩৪. 70kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1260J হলে তার বেগ কত?
ক)-18 ms-1  খ) 18 ms-1   গ) 6 ms-1  ঘ) -6 ms-1
৩৫. 1 HP = কত W?
ক) 746 W                    খ) 7.6×103 W
গ) 760 W                    ঘ) 7.46×103 W
৩৬. গতি শক্তি ৯ গুণ হলে বেগ কতগুণ হবে?
ক) ৩ গুন   খ) ৬ গুন    গ) ১৮ গুন
ঘ) বেগ বৃদ্ধি পাবে না
৩৭. তড়িৎ মোটরে নিচের কোনটি ঘটে?
ক) তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি
খ) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
গ) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি
ঘ) তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
৩৮. 50kg ভরের কোন ব্যাক্তি 20 মিটার উচু দালানে উঠলেন তার কৃতকাজ কত?
ক) 9.8×102J          খ) 9.8×103J
গ) 9.8×104J      ঘ) 980 J
৩৯. তরলের ভিতরের কোন বিন্দুতে চাপের মাণ কিসের উপর নির্ভর করেনা?
ক) পাত্রের গভীরতা       খ) তরলের ঘনত্ব
গ) অভিকর্ষজ ত্বরণ      ঘ) ভূমির ক্ষেত্রফল
৪০. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক) 277K      খ) 273K      গ)300K    ঘ)327K



Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top