OASIS
EDUCARE ACADEMY
Contact:
01712807642
Sub: Chemistry(1st
Chapter)
Marks:15
Time:20
min
রচনামূলকঃ
১। ভৌত ও রাসায়নিক পরিবর্তনের
মধ্যে পার্থক্য লিখ। ২
২। আন্তঃ আনবিক শক্তি কিসের
উপর নির্ভরশীল এবং কেন? ৩
নৈর্ব্যত্তিকঃ
১। মোমের প্রজ্বলনে কি ঘটে ?
i.
কার্বন
ডাই অক্সাইড উৎপন্ন হয়
ii.
রাসায়নিক
পরিবর্তন ঘটে
iii.
ভৌত
পরিবর্তন ঘটে
ক) ii ও iii
খ) i , ii ও iii
গ) i ও ii
ঘ) i
২। নিচের কোনটি মরিচার সংকেত
?
ক) Fe3O4 খ) FeO গ) Fe2O3.nH2O ঘ) Fe3O4.nH2O
৩। নিচের কোনটি সঠিক নয়?
ক) সমসত্ত্ব মিশ্রনে সকল অংশে
উপাদান একই অনুপাতে থাকে
খ) অসমসত্ত্ব মিশ্রনে সকল
অংশে উপাদান ভিন্ন ভিন্ন অনুপাতে থাকে
গ) ১০০ গ্রাম Na2CO3 একটি খাটি বস্তু ঘ) নিশাদল একটি
উর্ধপাতিত পদার্থ
৪। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে
কোনটি সঠিক ?
ক) আন্তঃ আনবিক শক্তি দূর্বল খ) আন্তঃ আনবিক
স্থাণ নির্দিষ্ট
গ) নির্দিষ্ট আকার থাকলেও
নির্দিষ্ট আয়তন থাকে না
ঘ) আন্তঃ আনবিক শক্তির তুলনায়
অনুসমূহের গতি শক্তি বেশি
৫। পানির হিমাংক কত?
ক) ০ কেলভিন খ) ২৭৩ কেলভিন গ ) ২৭৭ কেলভিন ঘ) ১০ কেলভিন
৬। পদার্থের অনন্য বৈশিষ্ট্য কোনটি ?
ক) আকার খ) আয়তন গ ) ওজন ঘ) বল প্রয়োগে বাধা প্রদান
৭। খাটি বস্তুকে কয় ভাগে ভাগ করা হয়?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ)
৫
৮। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন ?
ক) লোহাকে চুম্বকে পরিণত করা খ) পানিকে জলীয়
বাষ্পে পরিণত
গ) চিনি থেকে গ্লুকোজ তৈরি ঘ) অ্যালকেন
হতে অ্যালকিন প্রস্তুতি
৯। কোনটি উভধর্মী পদার্থ ?
ক) সিলিকন খ) বোরন গ) আর্সেনিক ঘ) সবগুলো
১০। সাধারণত কত চাপে ভূ-পৃষ্ঠে পানি ফোটে?
ক) 1atm খ)
2024 atm গ)
60000 atm ঘ)
101325 atm