প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রেক্ষাপটে এইচএসসিতে ঢাকা বোর্ডের বৃহস্পতিবারের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে প্রশ্ন বিক্রির অভিযোগ পাওয়ার পর রাতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন পরীক্ষাসূচি পরে জানানো হবে।”
ঢাকা বোর্ডে এইচএসসি এবং এইচএসসি (বিএম) উভয় শাখায় বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। দুটি পরীক্ষাই স্থগিত হল।
গত ৩ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর পর এই প্রথম কোনো বিষয়ের পরীক্ষা স্থগিত হল।
এই বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী ২ হাজার ৩৫২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে।
৩ এপ্রিল থেকে ৫ জুন পর্যন্ত তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর ৭ থেকে ১৬ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষার সূচি নির্ধারিত রয়েছে।
আপনার এই চমৎকার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাকে অনুরোধ করব আপনি আমাদেরও কিছু সাহায্য করবেন আপনার জ্ঞান শেয়ারের মাধ্যমে।
ReplyDeletewww.mccbdl.com
আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার সাধ্যমত চেষ্টা করব।
ReplyDelete