D-ব্লক মৌল

Imrul Hassan Khan
0

# সকল অবস্থান্তর মৌল d ব্লক মৌল কিন্তু সকল d ব্লক মৌল অবস্থান্তর মৌল   নয়-ব্যাখ্যা কর।
উত্তরঃ
d ব্লক মৌলঃ যে সকল মৌলের পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটি অরবিটালে প্রবেশ করে তাকে d ব্লক  মৌল বলে। যেমনঃ স্ক্যান্ডিয়াম(Sc)।
Sc    1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2
অবস্থান্তর মৌলঃ যেসব d ব্লক মৌলের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে d অরবিটাল আংশিকপূর্ণ  থাকে অর্থাৎ d 1-9     পর্যন্ত থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে।
যেমনঃ আয়রন(Fe)। এর স্থিতিশীল আয়ন Fe+2
Fe 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2
Fe+21s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2
স্ক্যান্ডিয়াম(Sc)  d ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়-
Sc এর ইলেকট্রন বিন্যাস
Sc    1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2
স্ক্যান্ডিয়াম(Sc) এর স্থিতিশীল আয়ন Sc+3 এর ইলেকট্রন বিন্যাস
Sc+3 1s2 2s2 2p6 3s2 3p6  
এখানে দেখা যাচ্ছে যে স্ক্যান্ডিয়াম(Sc) এর সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে ঠিকই প্রবেশ করেছে কিন্তু Sc+3     d অরবিটালে কোন ইলেকট্রন নাই।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top