৩য় অধ্যায় (অ্যাভোগেড্রোর সূত্র) এর গুরুত্বপূর্ণ প্রশ্ন

Imrul Hassan Khan
0

OASIS EDUCARE ACADEMY
Director: Md. Imrul Hasan Prince
Hospital Road, Singair,Manikganj
Contact No: 01712807642

৩য় অধ্যায়ঃ অ্যাভোগেড্রোর সূত্র  

জ্ঞানমূলক প্রশ্নঃ

১। কোন সূত্রের সাহায্যে যে কোন গ্যাসের আণবিক ভর বের করা সম্ভব ?
২। অ্যাভোগেড্রোর সূত্র থেকে কয়টি অনুসিদ্ধান্তে উপনীত হওয়া গেছে?
৩।আনবিক ভরের সাথে বাষ্পঘনত্বের সম্পর্ক কি?
৪। কোন পদার্থের ১ মোল এ কত সংখ্যক অণু থাকে?
অ্যাভোগেড্রোর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়?
৬। কয়েকটি মৌলিক গ্যাসের নাম লিখ।
৭। বাষ্পঘনত্ব কি?
৮। প্রমান তাপমাত্রা ও চাপ বলতে কি বুঝ?
৯। মোলার আয়তন কাকে বলে?
অনুধাবনমূলক প্রশ্নঃ
১। চাপের পরিবর্তনের ফলে গ্যাসের মোলার আয়তন পরিবর্তিত হয়-ব্যাখ্যা কর।
২। রসায়নে মোল ধারনার গুরুত্ব ব্যাখ্যা কর।
৩। অ্যাভোগেড্রোর সূত্র থেকে কি কি অনুসিদ্ধান্তে উপনীত হওয়া গেছে?
৪। নিস্ক্রিয় গ্যাস ব্যাতিত অন্যান্য মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বি-পরমাণুক ব্যাখ্যা কর।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতাঃ
১।  অ্যাভোগেড্রোর ১ম অনুসিদ্ধান্তটি প্রমাণ কর।
২।  অ্যাভোগেড্রোর ২য় অনুসিদ্ধান্তটি প্রমাণ কর।
৩। অ্যাভোগেড্রোর ৩য় অনুসিদ্ধান্তটি প্রমাণ কর।
গাণিতিক সমস্যাঃ
১। আদর্শ তাপমাত্রা ও চাপে  50 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত?
২। STP তে O 2     গ্যাসের ঘনত্ব কত?
৩। জলীয় বাষ্পের বাষ্পঘনত্ব 9 হলে এর আণবিক ভর কত?
৪। 2.7 গ্রাম তরল অ্যামোনিয়াকে বাষ্পীয়ভূত হতে দিলে তা STP তে 3.557 litre  আয়তন দখল করে । অ্যামোনিয়ার আণবিক ভর কত?
৫। 1টি C পরমাণুর ভর কত?
৬। একটি পানির অণুর ভর কত?
৭। 1 টি সালফিউরিক এসিডের অণুর ভর কত?
৮। 1 গ্রাম পানিতে কয়টি অণু আছে?
সৃজনশীল প্রশ্নঃ
১। সাকিব রসায়ন পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাসের উপর অ্যাভোগেড্রোর সূত্র হতে প্রাপ্ত ৩য় অনুসিদ্ধান্তটির সত্যতা যাচাই করার জন্য কিছু পরীক্ষা সম্পাদন করে। এতে সে লক্ষ্য করল যে 2.7 গ্রাম তরল অ্যামোনিয়াকে বাষ্পীয়ভূত হতে দিলে তা STP তে 3.557 litre  আয়তন দখল করে। এছাড়া গ্যাসটির মোলার আয়তন 22.4 litre পাওয়া গেল।
ক) STP কি?
খ) নাইট্রোজেন গ্যাসটির মোলার আয়তন 22.4 লিটার বলতে কি বুঝ?
গ) সাকিব যে অনুসিদ্ধান্তটির সত্যতা যাচাই করেছে তা প্রমান কর।
ঘ) উদ্দীপক হতে গ্যাসটির আণবিক ভর বের কর এবং 50 গ্রাম গ্যসের আয়তন বিশ্লেষন কর।
২। একজন রসায়নবিদ অ্যাভোগেড্রোর সংখ্যার উপর পরীক্ষা করার জন্য 4টি পাত্র নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাস দ্বারা ভর্তি করেন। নিম্নে পাত্র 4টি এবং এতে ভর্তি গ্যাসের আন্ম দেয়া হল। উল্লেখ্য a,b,c,d এ 4টি অক্ষর দ্বারা পাত্র গুলো চিহ্নিত করা   
হয়েছিল।

 ক) অ্যাভোগেড্রোর সংখ্যার মাণ কত?

খ) অক্সিজেনের মোলার আয়তন 22.4 লিটার বলতে কি বুঝ?
গ) b পাত্রের গ্যাসের 1 গ্রামে কয়টি অণু থাকে?
ঘ) এক্ষেত্রে সর্বাধিক ও সর্বনিম্ন সংখ্যক অণু কোন গ্যাসে বিদ্যমান তা বিশ্লেষন কর। 

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top