পদার্থ বিজ্ঞান ২য় পত্র সাজেশন

Imrul Hassan Khan
0

OASIS EDUCARE ACADEMY
Director: Md. Imrul Hasan Prince
Hospital Road, Singair,Manikganj
Contact No: 01712807642
পদার্থ বিজ্ঞান ২য় পত্র

১ম অধ্যায়
*১। সমান্তরাল পাত ধারকের রাশিমালা নির্ণয় কর।
*২। আহিত ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা লিখ।
৩। গোলাকার পরিবাহকের ধারকত্ব নির্ণয় কর।
২য় অধ্যায়
*১। ইলেকট্রনের তাড়নবেগের রাশিমালা প্রতিপাদন কর (I=nAve)।
*২। কারশফের সূত্রের সাহায্যে হুইটস্টোন ব্রীজ নীতিটি  প্রতিপাদন কর।
৩। কারশফের সূত্র দুটি বিবৃত ও ব্যাখ্যা কর।
৪। কালার কোড কি? কালার কোড কিভাবে নির্ণয় করা হয়?
৩য় অধ্যায়
১। কিলোওয়াট ঘণ্টা কি?
২। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষন সূত্রদ্বয় বিবৃত ও ব্যাখ্যা কর।
*৩। তড়িৎ রাসায়নিক তুল্যাংক ও রাসায়নিক তুল্যাংকের মধ্যে সম্পর্ক স্থাপন কর।

৭ম অধ্যায়
১। আলোক বর্ষ কি?
২। তাড়িত চৌম্বক তরঙ্গ কি?
*৩। আলোর বেগ নির্ণয়ে ফিজোর পদ্ধতি বর্ণনা কর।
৮ম অধ্যায়
*১। গোলীয়(উত্তল/অবতল) দর্পণের ক্ষেত্রে      প্রতিপাদন কর্র।
২। গোলীয়(উত্তল/অবতল) দর্পণের ক্ষেত্রে      প্রতিপাদন কর।
৩। বাস্তব ও অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য লিখ।
১৩ অধ্যায়
১। বোরের পরমাণু মডেলের স্বীকার্য লিখ।
*২। বোরের পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ ও শক্তির রাশিমালা নির্ণয় কর।
৩। তেজস্ক্রিয় অর্ধায়ু কি? অর্ধায়ু ও অবক্ষয় ধ্রুবকের পারস্পারিক সম্পর্ক লিখ।
৪। গড় আয়ু কি?  তেজস্ক্রিয় রূপান্তর সূত্র লিখ।
১৫ অধ্যায়
*১। E=MC2      সমীকরণটি প্রতিপাদন কর।
২। আপেক্ষিকতার স্বীকার্য উদাহারনসহ লিখ।
৩। কৃষ্ণবিবর কি ? ব্যাখ্যা কর।
৪। দৈর্ঘ্য সংকোচন কি? এর রাশিমালা লিখ।
৫। কাল দীর্ঘায়ন কি? এর রাশিমালা লিখ।

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top