চতুর্থ অধ্যায়ঃ প্রতীক, সংকেত ও যোজনী এর গুরুত্বপূর্ণ প্রশ্ন

Imrul Hassan Khan
0

OASIS EDUCARE ACADEMY
Director: Md. Imrul Hasan Prince
Hospital Road, Singair,Manikganj
Contact No: 01712807642

চতুর্থ অধ্যায়ঃ প্রতীক, সংকেত যোজনী


জ্ঞানমূলক প্রশ্নঃ

১। মৌলের নামের সংক্ষিপ্ত প্রকাশকে কি বলে?
২। যৌগের নামের সংক্ষিপ্ত প্রকাশকে কি বলে?
৩। যোজনী কাকে বলে?
৪। রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তার সংক্ষিপ্ত প্রকাশকে কি বলে?
৫। পরিবর্তনশীল/সক্রিয়/সুপ্ত যোজনী কাকে বলে?
৬। গাঠনিক সংকেত কাকে বলে?
৭। যৌগমূলক কি?
৮। সংযুতি কি?

অনুধাবনমূলক প্রশ্নঃ

১। স্থুল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে ৪টি পার্থক্য লিখ।
২। ইথিলিন, অ্যাসিটিলিন, হাইড্রোজেন পার অক্সাইড ও হাইড্রোজোয়িক এসিডের গাঠনিক সংকেত লিখ।
৩। মৌলের যোজনী থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা হয়?

প্রয়োগ ও উচ্চতর দক্ষতাঃ

১। কোন যৌগের আণবিক সংকেত নির্ণয়ে স্থুল সংকেত জানা প্রয়োজন – ব্যাখ্যা কর।
২। সংকেতের তাৎপর্য ব্যাখ্যা কর।
৩। রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম লিখ।
৪। শতকরা সংযুতি হতে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায় ব্যাখ্যা কর।
গাণিতিক সমস্যাঃ

১। পারক্লোরিক এসিডের/ পানির/ সালফিউরিক এসিডের শতকরা সংযুতি নির্ণয় কর।
২। কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন বিশিষ্ট কোন যৌগে H=2.24%, C=26.7%যৌগটির বাষ্পঘনত্ব 45 হলে, আণবিক সংকেত নির্ণয় কর।
৩। একটি বস্তুতে 85.71% C ও  14.29% H   আছে। এর বাষ্পঘনত্ব 28 হলে আণবিক  সংকেত বের কর।
৪। একটি যৌগের শতকরা সংযুতি হচ্ছে  N=36.8% ; O=63.2%এর আণবিক ভর ৭৬ হলে, আণবিক সংকেত বের কর ।
সৃজনশীল প্রশ্নঃ
Can: MgCO2
2.5 গ্রাম
১।
                


ক) ফসফরাসের অনুতে কয়টি পরমাণু আছে?
খ) SO2 S এর সুপ্ত যোজনী কত?
গ)উল্লেখিত যৌগসমূহের আণবিক ভর 84 হলে তাপ প্রয়োগের ফলে এটি হতে প্রাপ্ত পদার্থেরসমূহের ভর বের কর?
ঘ) উল্লেখিত নমুনা যদি 100%  হয় তবে এটি হতে উৎপন্ন পদার্থ সমূহের শতকরা পরিমাপ নির্ণয় কর।

২। নবম শ্রেণীর ছাত্র রুহুল আমিনকে একটি রাসায়নিক সমীকরণ লিখতে বলায় সে নিম্নের সমীকরণটি লিখেঃ

                                     
X + HCl ---> XCl3  + H2
ক) রাসায়নিক সমীকরনের সংজ্ঞা দাও।
খ) উপরিউক্ত সমীকরণের ভর সংক্রান্ত তাৎপর্য লিখ।
গ) সমীকরণটির  সমতা সাধন কিভাবে করবে তা বর্ণনা কর।
ঘ) বিক্রিয়া সংঘটনের জন্য কি পরিমাণ হাইড্রোক্লোরিক এসিডের প্রয়োজন হবে তা বিশ্লেষন কর। 

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top