HSC Chemistry 1st Paper Objective Question

Imrul Hassan Khan
0


OASIS EDUCARE ACADEMY
Director: Md. Imrul Hasan Prince
Hospital Road, Singair,Manikganj
Contact No: 01712807642
Sub: Chemistry 1st paper

Time: 30 min                  Marks: 25

১। প্রমাণ বিক্রিয়া তাপ কত?
ক) 0K     খ) 298 K       গ)  0oC     ঘ) 273 oC
২। স্বতঃস্ফূর্তভাবে কোনটি ঘটে?
ক) তাপ উৎপাদী বিক্রিয়া   খ) তাপহারী বিক্রিয়া
গ) বন্ধন বিয়োজন বিক্রিয়া   ঘ) কোনটিই নয়
৩। তাপ উৎপাদী বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে?
ক) অভ্যন্তরীণ শক্তি বাড়ে   
খ) অভ্যন্তরীণ শক্তি কমে
গ) অভ্যন্তরীণ শক্তি একই থাকে
ঘ) কোনটিই নয়।
৪। ইথানলের দহন তাপ কত?
ক) 1360 KJ         খ) 1860 KJ
গ)  1390 KJ            ঘ) 1368 KJ
৫। মৌলের গঠন এনথালপি কত?
ক) শুন্য             খ) ধ্রুবক   
গ) অসীম            ঘ) কোনটিই নয়
৬। কোনটি পানিতে দ্রবীভূত কালে পানি গরম হয়?
ক) অক্সালিক এসিড      খ) KNO3        
গ) CaO                           ঘ) Ca(OH)2
৭। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া?
ক) C + O2 = CO2                    খ) 2H2O= 2H2+ O2
গ) S + O2 = SO2              ঘ) 2H2+ O2 = 2H2O
৮। HNO3NaOH এর প্রশমন তাপ কত?
ক) -57.3 KJ                  খ) -67.34 KJ
গ) -53.39 KJ                  ঘ) 44.39 KJ
৯। সালফার ট্রাই অক্সাইড উৎপাদনে অত্যানুকুল তাপমাত্রা কত?
ক)  450-550 KJ                      খ) 500-550 KJ
গ) 400-450 KJ                ঘ) 550-600 KJ
১০। অমিশ্রনীয় তরল যুগল কোনটি?
ক) পানি ও অ্যালকোহল    খ) পানি ও বেনজিন
গ) পানি ও সালফিউরিক এসিড
ঘ) পানি ও নাইট্রিক এসিড
১১। পানির সাথে কোনটি সম্পূর্ণ মিশ্রনীয় তরল তরল যুগল উৎপন্ন করে?
ক) ফেনল   খ) ইথার    গ) বেনজিন      ঘ) ইথানল
১২। পেট্রোলিয়াম তেলের আংশিক পাতনে কোন ধরনের অংশীকরণ কলাম ব্যবহৃত হয়?
ক)বিড অংশ কলাম      খ) বালব অংশ কলাম
গ) বালবল অংশ কলাম    ঘ) সাধারন কলাম
১৩। মোট বাষ্পচাপ রাউল্টের সূত্র মেনে চলে কোন দ্রবনে?
ক) আদর্শ দ্রবন         খ) অনাদর্শ দ্রবন
গ) সমঃস্ফূটন মিশ্রন      ঘ) আংশিক পাতনে
১৪। আদর্শ দ্রবন প্রস্তুতির সময় দ্রবনের মোট আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে?
ক) ΔV=0           খ) ΔV>0  
গ) ΔV>0           ঘ) কোনটিই  নয়
১৫। কোনটি পেট্রোলিয়াম ইথারের ব্যবহার?
ক) দ্রাবক হিসেবে        খ) জ্বালানি হিসেবে
গ) পিচ্ছিলকারক হিসেবে  
ঘ) প্লাসিক তৈরীর কাঁচামাল হিসেবে
১৬। রাউল্টের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য?
ক) সম্পৃক্ত দ্রবন        খ) অসম্পৃক্ত দ্রবন
গ)অতি লঘু দ্রবন        ঘ) গাঢ় দ্রবন
১৭। কোনটি সঠিক?
ক) P=P0 × X1                          খ) P=P0 × X2
গ) P=P0 × X1× X2       ঘ) P=K X2
১৮। রাসায়নিক সাম্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
ক) বিক্রিয়ার অসম্পূর্ণতা    খ) সাম্যবস্থার স্থায়িত্ব
গ) উভয় দিকে সাম্যবস্থার প্রতিষ্ঠা
ঘ) নিয়ামকের প্রভাব শূন্যতা
১৯। সাম্যবস্থায় বিক্রিয়ার ঘনমাত্রা বাড়ালে কি ঘটে?
ক) বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হয়
খ) বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হয়
গ) বিক্রিয়ার গতি পশ্চাৎ দিকে সরে যাবে
ঘ) সাম্যাংকের পরিবর্তন ঘটবে
২০। N2+3H2          2NH3   এর বেলায় Kp   Kc এর সম্পর্ক কি?
ক) Kp= Kc(RT)-2             খ) Kp= Kc(RT)2
গ) Kc= Kp(RT)-2       ঘ) Kc= Kp(RT)2
২১। কক্ষ তাপমাত্রায় PCl5        PCl3+ Clবিক্রিয়ায় Kp=0.14 atm হলে Kc এর মান কত?
ক) 5.51×10-4  mol/dm3
খ) 5.51×10-2  mol/dm3
গ) 5.51×10-3  mol/dm3
ঘ) 5.51×10-5  mol/dm3
২২। বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়ার মূলনীতি কি?
ক) সল্প সময়ে সর্বাধিক উৎপাদন
খ) সর্বাধিক উৎপাদন
গ) সাম্যবস্থা অর্জন
ঘ) বেশি মুনাফা
২৩। সালফার ট্রাই অক্সাইড প্রস্তুতিতে কত চাপ প্রয়োগ করা হয়?
ক) 200 atm          খ) 1.7 atm
গ) 350 atm          ঘ) 17 atm





















২৪। কোন রাসায়নিক বিক্রিয়া একই সাথে সম্মুখ ও পশ্চাৎ দিকে সংঘটিত হলে তাকে কি বলে?
ক) রাসায়নিক সাম্যবস্থা
খ) সাম্যাংক
গ) উভমূখী বিক্রিয়া
ঘ) দিকভ্রান্ত বিক্রিয়া
২৫। ইথাইল ইথায়নেটের আদ্র বিশ্লেষণের বিক্রিয়াটি কখন একমূখী হবে?
ক) খোলাপাত্রে রাখলে
খ) উত্তপ্ত করলে
গ) পানি দিলে
ঘ) বিক্রিয়া মিশ্রনে কস্টিক সোডা দিলে

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top