Director: Md. Imrul Hasan Prince
Hospital Road,
Singair,Manikganj
Contact No: 01712807642
২য়
অধ্যায়ঃ পদার্থের গঠন
জ্ঞানমূলক প্রশ্নঃ
১। কোন মৌলের পারমাণবিক
ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে কি বলে?
২। কোন মাধ্যমে গ্যাসের
স্বতঃস্ফূর্ত ভ্রমণকে কি বলে?
৩। পোলেন কনার ইতঃস্তত
ভ্রমণকে কি বলে?
৪। কোনটিকে পারমাণবিক ভরের
প্রমান মাণ হিসেবে ধরা হয়েছে?
৫। রাসায়নিক সংযোগ
সূত্র কাকে বলে?
৬। Atoms শব্দের
অর্থ কি?
৭। পারমানবিক/আনবিক ভরের
সংজ্ঞা দাও।
৮। মোল কাকে বলে?
৯। অ্যাভোগেড্রোর
সংখ্যা বলতে কি বুঝ?
অনুধাবনমূলক
প্রশ্নঃ
১। কণার আকৃতি বড়
হলে ব্রাউনীয় গতির উপর কি প্রভাব পরে?
২। ল্যানডোল্টের
পরীক্ষায় H আকৃতির
কাঁচনল ব্যবহার করা হয় কেন?
৩। পানি একটি যৌগিক
পদার্থ ব্যাখ্যা কর।
৪। ভরের
নিত্যতা/স্থিরানুপাত/গুনানুপাত/বিপরীত অনুপাত/গ্যাস আয়তন সূত্রটি বিবৃত কর।
৫। ব্যাপন কিভাবে
ঘটে?
প্রয়োগ ও উচ্চতর
দক্ষতাঃ
১। আণবিক
গতিতত্ত্বের সাহায্যে ব্রাউনীয় গতির ব্যাখ্যা দাও।
গাণিতিক
সমস্যাঃ
১। হাইড্রোজেনের
একটি পরমাণুর ভর কত?
২। H2SO4 এর একটি অণুর ভর বের কর।
৩। নিম্নের উপাত্ত
কোন সংযোগ সূত্রকে সমর্থন করে?
সিলভার ক্লোরাইডের
ভর(গ্রাম)
|
সিলভারের
ভর(গ্রাম)
|
১ম নমুনাঃ 77.135
|
54.325
|
২য় নমুনাঃ 92.777
|
69.867
|
৩য় নমুনাঃ 121.471
|
91.462
|
৪। A ও B দুইটি
মৌল পরস্পরের সাথে সংযুক্ত হয়ে চারটি ভিন্ন ভিন্ন যৌগ গঠন করে তাদের মধ্যে B যথাক্রমে 25%, 14.28%, 10% ও
7.69% আছে।
দেখাও যে তারা গুনানুপাত সুত্রকে সমর্থন করে।
৫। কার্বন ডাই
সালফাইডে 15.79% কার্বন, সালফার ডাই অক্সাইডে 50% সালফার এবং কার্বন ডাই অক্সাইডে 27.27% কার্বন আছে। উল্লেখিত ডাটা কোন রাসায়নিক
সুত্রকে সমর্থন করে।
৬। দেখাও যে নিম্নের
উপাত্ত গুনানুপাত সুত্রকে সমর্থন করে।
NaCl এর ভর
(g)
|
Cl এর ভর(g)
|
(ক) 2.30
|
1.396
|
(খ) 5.71
|
3.465
|
(গ) 8.19
|
4.97
|
৭।ইথেন,ইথিন ও
অ্যাসিটিলিন উভয়ই কার্বন ও হাইড্রোজেন দ্বারা সৃষ্ট। এই তিনটি যৌগে হাইড্রোজেনের
পরিমাণ যথাক্রমে 20%, 14.28% ও 7.68%। দেখাও যে উক্ত উপাত্ত গুনানুপাত সুত্রকে সমর্থন
করে।
৮। কার্বন ও
অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে যাতে অক্সিজেনের পরিমাণ 72.73%, পানিতে অক্সিজেনের পরিমাণ 88.89% এবং কার্বন ও হাইড্রোজেনের যৌগ মিথেনে কার্বনের
পরিমাণ 75%। দেখাও যে এ উপাত্ত বিপরীত অনুপাত সুত্রকে
সমর্থন করে।
৯। হীরকের একটি
পরমাণুর ভর কত?