OASIS EDUCARE ACADEMY
Contact No: 01712807642
বিষয়ঃ বিজ্ঞান
১। কোন
ধরনের টিস্যু মাইটোসিস কোষ বিভাজন ঘটায় ?
ক) প্যারেনকাইমা খ) কলেনকাইমা
গ) স্ক্লেরেনকাইমা ঘ) ভাজক
টিস্যু
২। জনন কোষ
উৎপাদন কালে কোন ধরণের বিভাজন ঘটে?
ক) মাইটোসিস খ)
মিয়োসিস
গ) অ্যামাইটোসিস ঘ) কোনটিই নয়
৩। নিচের
কোনটি এককোষী জীব ?
ক)
ব্যাকটেরিয়া খ) ছত্রাক
গ) ইস্ট ঘ) সবগুলো
৪। মিয়োসিস
কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যার অনুপাত কত?
ক) 1:3 খ)
1:2
গ) 2:1 ঘ)
1:4
৫। ক্যারিওকাইনোসিস
পর্ব কয়টি ধাপে বিভক্ত?
ক) ২ খ)
৩
গ) ৪ ঘ)
৫
৬। কোন
বিজ্ঞানী সর্বপ্রথম বংশগতির সঠিক ধারনা প্রদান করেন?
ক) মেন্ডেল খ) থিওফাসট্রাস
গ) লিনিয়াস ঘ)
ফ্লেমিং
৭। নিচের
কোনটি জিন দ্বারা নিয়ন্ত্রিত ?
ক) দেহের রং খ) কোষের সংখ্যা
গ) সন্তান
সংখ্যা ঘ) প্রজননকাল
৮। মানবদেহে
ক্রোমোসোম সংখ্যা কত জোড়া?
ক) ২২ জোড়া খ)
২৩ জোড়া
গ) ২০ জোড়া ঘ)
২৫ জোড়া
৯। কয়টি
ক্রোমোসোম জনন কাজে অংশ নেয়?
ক) ২টি খ) ৩টি
গ) ৫টি ঘ) ৭টি
১০। ক্রোমাটিডের
আকৃতি কিসের মত?
ক) সূতার মত
খ) ফিতার মত
গ)
ডাম্বেলের মত
ঘ) বৃত্তাকার
১১। ডিএনএ
এর পূর্ণ রূপ কি?
ক) ডাবল
নিউক্লিক এনহাইড্রাইড
খ) ডিঅক্সি
রাইবো নিউক্লিক এসিড
গ) ডাই
অ্যামিনো নাইট্রিক এসিড
ঘ) ডিকার্বো
নিউক্লিক এনহাইড্রাইড
১২। কোষ
বিভাজনের কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়?
ক) প্রোফেজ
খ)
প্রোমেটাফেজ
গ) মেটামেজ
ঘ) এনাফেজ
১৩।
সাইটোকাইনেসিসে কোষ পর্দার খাজ কতটুকু বিস্তৃত হয়?
ক) অক্ষিয়
তল পর্যন্ত
খ) নিরক্ষিয়
তল পর্যন্ত
গ) মেরু
পর্যন্ত
ঘ) বিষুবীয়
অঞ্চল পর্যন্ত
১৪।
মাইটোসিস বিভাজন নিমোক্ত অঙ্গে......
i.
উদ্ভিদের মূলের অগ্রভাগ
ii.
উদ্ভিদের ভ্রুণমুকুল
iii.
প্রাণীর জননকোষ
ক) i ও ii খ)
ii ও iii
গ) i ও iii ঘ)
i , ii
ও iii
১৫। নিচের
তথ্যগুলো খেয়াল কর...
i.
মেন্ডেল জিনতত্ত্বের জনক
ii.
আরএনএ মূখ্য জিন
iii.
টিএমভি একধরনের ভাইরাস
ক) i ও ii খ)
ii ও iii
গ) i ও iii ঘ)
কোনটিই নয়