HSC Chemistry 1st paper (1-5)chapter objective

Imrul Hassan Khan
0

OASIS EDUCARE ACADEMY
Cell:01712807642
Sub: Chemistry 1st paper
Marks: 25                                Time: 25min
০১. প্লাজমা পদার্থের কোন অবস্থা?
ক) কঠিন       খ) তরল        গ) গ্যাসীয়       ঘ) আয়নিত
০২. সমচাপীয় রেখা নিচের কোন সম্পর্কটি নির্দেশ করে?
ক) চাপ ও তাপমাত্রা                খ) চাপ ও আয়তন       
গ) চাপ ও মোল সংখ্যা             ঘ) তাপমাত্রা ও আয়তন
০৩. বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটি?
ক) J/mole     খ) Js         গ) J/Kmole      ঘ) s-1
০৪. CsCl2 কী ধরনের ঘনক কাঠামো?
ক) সাধারন ঘনক                   খ) বস্তুকেন্দ্রীয় ঘনক
 গ) পার্শ্বকেন্দ্রিক                    ঘ) রম্বোহেড্রাল
০৫. 27oC তাপমাত্রায়  অক্সিজেনের  r.m.s বেগ  380m/s127 oC তাপমাত্রায় হাইড্রোজেনের  r.m.s বেগ কত হবে?
ক) 1470 m/s                    খ) 1603m/s
গ) 1869 m/s                    ঘ) 1920 m/s
০৬. পারমানবিক সংখ্যা এবং ভর সংখ্যা  বিশিষ্ট  পরমাণুর  নিউট্রন সংখ্যা কত?
ক) 17           খ) 18            গ) 29           ঘ) 52 
০৭. প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত?
ক) 6.626×1037KJ-sec   খ) 6.626×10 -37KJ-sec       
গ) 6.626×10-23KJ-sec   ঘ) 6.626×10-27KJ-sec
০৮. উপস্তরে অরবিটাল সংখ্যা কত?
ক) 3             খ) 5              গ) 7             ঘ) 1
০৯. ক্রোমিয়ামের  ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক) 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1   
খ) 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2   
গ) 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1
ঘ) 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s0
১০.সাধারণত কোন ধাতুগুলোর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম?
ক) মৃৎক্ষার ধাতু                     খ) অবস্থান্তর ধাতু
গ) ক্ষার ধাতু                        ঘ) মুদ্রা ধাতু
১১. তৃতীয়  পর্যায়ে সালফার ও সিলিকন ছাড়া অন্য অধাতু কোনটি?
ক) অক্সিজেন    খ) ফ্লোরিন   গ) নাইট্রোজেন  ঘ) ফসফরাস
১২. কপারের  ক্ষেত্রে কোনটি সঠিক ?
ক) অধাতু   খ) অবস্থান্তর ধাতু   গ) ক্ষার ধাতু   ঘ) P-ব্লক মৌল
১৩. হ্যালোজেন সমূহের যোজনী কত?
ক) 1             খ) 5             গ)  2            ঘ) 3
১৪.ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড  পর্যায় সারণীর কোন গ্রুপে?
ক) 1              খ) 5             গ)  2            ঘ) 3
১৫. P,Q,R S মৌলগুলির  পারমাণবিক সংখ্যা যথাক্রমে  3,4,11 12 মৌল গুলি সারণীর ২নং ও ৩নং শ্রেণির A উপশ্রেণীতে অবস্থান করে। এদের মধ্যে কোন দুটি মৌল কোনাকোনি সম্পর্কের আওতায় পরে?
ক) PQ       খ) Q R      গ) R S     ঘ) PS
১৬.কোনটির স্থুল সংকেত অ আনবিক সংকেত একই ?
ক) গ্লুকোজ       খ) ওলিয়াম      গ) বেনজিন   ঘ) H2O2
১৭. ব্লু-ভিট্টিয়লের আণবিক ভর কত?
ক) 24.95      খ) 249.58    গ) 249    ঘ) 2495.8
১৮. STP তে  5.6L COএর  মোল সংখ্যা কত?
ক) 2.5 mole      খ) 0.25 mole     গ) 25mole   ঘ) 5.2 mole
১৯1L মোলার দ্রবন তৈরি  করতে কতটুকু Na2CO3 লাগবে?
ক) 53g       খ) 106g                  গ)  206g       ঘ) 85g
২০. এসিড ও ক্ষার দ্রবনের ট্রাইটেশানের ব্যবহৃত  নির্দেশক হল_
ক) লিটমাস     খ) মিথাইল অরেঞ্জ       গ) ফেনফথ্যালিন     ঘ) স্টার্চ
২১. যে প্রণালীতে রাসায়নিক বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিনের ট্রাইটেশান করা হয় তাকে কি বলে?
ক) আয়োডিমিতি                             খ) আয়োডোমিতি        
গ) টিংচার আয়োডিন               ঘ) অম্লমিতি
২২. নিচের কোনটি বিজারক?
ক) Fe+2        খ) Cu+2        গ) Na+       ঘ) Sn+4
২৩. K2Cr2O7 Cr এর যোজনী কত?
ক) 3             খ) 4             গ) 5             ঘ) 6
২৪. নিচের কোনটি জারক বিজারক উভয় হিসেবে কাজ করে?
ক) H2O2       খ) K2Cr2O7  গ) KClO4     ঘ) O3
২৫. নিচের কোনটি বিজারনের উদাহারন_
ক) SnCl2+Cl2=SnCl4            খ) 2KI+H2O2=I2 + KOH
গ) H2S+Cl2=S+HCl             ঘ) CuO+H2=Cu+H2O




         

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top