মানঃ ২০ সময়ঃ ১ ঘন্টা
(যে কোন ২ টি প্রশ্নের উত্তর দাও)
০১. P,Q ও R তিনটি মৌল। এদের মধ্যে P মৌলটি Q ও R অপেক্ষা বেশি সক্রিয় । R মৌলটি সবচেয়ে
কম সক্রিয় । ভূত্বকের প্রায় 7 শতাংশ হচ্ছে P । ভূত্বকের প্রায় ওজনের
শতকরা 4.15 শতাংশ হচ্ছে
R, Q এর আকরিকের নাম ক্যালামাইন।
ক) আকরিক কাকে বলে? ১
খ) সক্রিয়তার ক্রমের কোন কোন মৌলকে তড়িৎ বিশ্লেষণ
পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে এবং কেন? ২
গ) P মৌলটির আয়নের উপস্থিতি কিভাবে নির্ণয়
করা যায়-তা লিখ। ৩
ঘ) Q মৌলটির নিষ্কাশন পদ্ধতি বর্ণনা
কর। ৪
০২. নিচের বিক্রিয়া গুলোর আলোকে প্রশ্নগুলির উত্তর দাওঃ
i)
N2 + 3H2 = 2NH3
ii)
Ca(OH)2 +
2HCl = CaCl2 + 2H2O
iii)
H2S + Cl2 = S + 2HCl
ক) প্রশমন বিক্রিয়া কাকে বলে? ১
খ) (i)
নং বিক্রিয়াটি সংশ্লেষণ বিক্রিয়া ব্যাখ্যা কর। ২
গ) ইলেকট্রনীয় ধারনা
অনুযায়ী প্রমান কর (iii) নং বিক্রিয়াটিতে ক্লোরিন বিজারিত
হয়েছে । ৩
ঘ) উপরের কোন বিক্রিয়াটিতে জারন-বিজারন বিক্রিয়া সংঘটিত হয়নি – যুক্তিসহ ব্যাখ্যা কর। ৪
০৩. সিল্ভার
নাইট্রেট দ্রবনের মধ্য দিয়ে 15min ধরে 0.21amp
শক্তিসম্পন্ন বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে
0.63gm সিল্ভার জমা হয়।
ক) ক্যাথোডে কোন আয়নটি প্রথমে প্রবেশ করবে- OH- /
SO4-2 ? ১
খ) কঠিন অবস্থায় NaCl তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ
করে না কেন? ২
গ) উদ্দীপকে উল্লিখিত ক্যাথোডে সিল্ভার পরমাণুর সংখ্যা নির্ণয়
কর। ৩
ঘ) অপর একটি নাইট্রেট
দ্রবনে 40min ধরে 0.15amp শক্তিসম্পন্ন বিদ্যুৎ চালনা করলে
ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ পূর্বাপেক্ষা কম না বেশি হবে তা বর্ণনা কর। ৪
very good your work.it's helpful for the students.
ReplyDelete