OASIS EDUCARE ACADEMY
Director: Md. Imrul
Hasan Prince
Hospital Road, Singair,Manikganj
Contact No: 01712807642
Sub:
Chemistry 1st paper
Time: 30
min Marks: 25
১। বিগলিত NaCl এ তড়িৎ
বিশ্লেষন করলে গ্রাফাইট অ্যানোড সঞ্চিত হবে?
ক) Cl2 খ) Na গ) O2 ঘ) H2
২। কোনটি মৃদ্যু ইলেক্ট্রোলাইট ?
ক) NH4OH খ) HCl গ) NaOH ঘ) H2SO4
৩। তাপ উৎপাদী বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে?
ক) অভ্যন্তরীণ শক্তি বাড়ে
খ) অভ্যন্তরীণ শক্তি কমে
গ) অভ্যন্তরীণ শক্তি একই থাকে
ঘ) কোনটিই নয়।
৪। কোনটি সর্বাধিক বিজারক?
ক) Al খ) Cu
গ) Pb ঘ) K
৫। 5amp বিদ্যুৎ ½ ঘণ্টা ধরে CuSO4 দ্রবনের মধ্য দিয়ে চালনা করলে কি পরিমাণ
ধাতু ক্যাথোডে সঞ্চিত হবে?
ক) 2.961 g খ) 3.86g
গ) 3.961g ঘ)8.36g
৬। নিচের কোন তড়িৎদ্বার জারন প্রক্রিয়া বুঝায় ?
ক) Zn+2 খ) Zn + Zn+2
গ) Cu+2/ Cu ঘ) H+/
H2+,Pt
৭। লবণ সেতুর কাজ কি?
ক) দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করা
খ) দুটি প্রমান কোষের মধ্যে সংযোগ স্থাপন করা
গ) দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন করা
ঘ) কোষ বিক্রিয়া বন্ধে ভূমিকা পালন করা
৮। নির্দেশক তড়িৎদ্বার কয় ধরনের?
ক) ২ খ) ৩
গ) ৫ ঘ) ৬
৯। লেড সঞ্চায়ক কোষের তড়িতচ্চালক বল কত?
ক) 1.5 V খ) 1.1
V
গ) 2.0 V ঘ) 1.8
V
১০। প্রতি 10OC তাপমাত্রা
বৃদ্ধিতে বিক্রিয়ার হার কি পরিমাণ বৃদ্ধি পায়?
ক) চারগুণ খ) দ্বিগুণ
গ) পাঁচগুন
ঘ) ২/৩গুন
১১। H2+I2 = 2HI
স্বর্ণের পাত্রে বিক্রিয়াটির ক্রম কত?
ক) 2 খ) 1গ) 4
ঘ)0
১২। একটি প্রথম ক্রম বিক্রিয়ার K= 2.83×10-3S-1 হলে বিক্রিয়াটির t1/2 কত?
ক) 2.1×103 S খ)
2.45×102 S
গ) 2.54×103 ঘ) 5.24×102 S
১৩।স্টার্চকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম ?
ক) ডায়াস্টেজ খ) ম্যাল্টেজ
গ) ইউরিয়েজ ঘ) জাইমেজ
১৪। কোনটি আবিষ্ট প্রভাবক?
ক) Na2SO3 খ) AlCl3
গ) Mg2SO4 ঘ) SO2
১৫। স্পর্শ প্রণালীতে কোনটি প্রভাবক বিষ ?
ক) SO2 খ) As2O3
গ) Pt
ঘ) Mo
১৬। কোন মৌলটির পারমানবিক ব্যাসার্ধ এর ক্যাটায়নিক ব্যাসার্ধের চেয়ে বেশি?
ক) Na খ) F
গ) N ঘ) S
১৭। নিচের মৌলগুলির প্রথম আয়নীকরন শক্তি দেখে বল কোনটি নিস্ক্রিয়?
ক) 2100 KJ/mole খ) 2100 KJ/mole গ) 900 KJ/mole ঘ)
1200 KJ/mole
১৮। সর্বাধিক ক্ষারীয় অক্সাইড কোনটি?
ক) N2O5 খ)
P4O6
গ) P4O10
ঘ) B12O5
১৯। কোনটি পলার সমযোজি যৌগ?
ক) MgCl2 খ) AlCl3
গ) SiCl4 ঘ) Cl2
২০। রেডনের নামকরন করেন কে?
ক) ডন খ) র্যামজে
গ) ক্লিভ ঘ) ফ্লকল্যান্ড
২১। কত তাপমাত্রায় KrF2 তৈরি হয়?
ক) 169 OC খ) 196 OC গ) 197 OC
ঘ) 200
OC
২২।
কোনটি কুইনলের সাথে ক্যাথরেট যৌগ গঠন করে?
ক) Ne
খ) Kr
গ) Rn
ঘ) Ar
২৩। কোন মৌলগুলি ফ্ল্যাশ লাইটে ব্যবহৃত হয়?
ক) Xeও Kr খ) Ne ও
He
গ) Ar ও Kr ঘ) Xe
২৪। কোনটি বিরঞ্জক রুপে ব্যবহৃত হয়?
ক) Na2CO3 খ) NaOH
গ) NaCl
ঘ) NaClO
২৫। ফ্লোরস্পারের সংকেত কোনটি?
ক) CaF2 খ) NaF
গ) KF
ঘ) KCl